মান্দারী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি অত্যন্ত মনোরম ও সুন্দর পরিবেশে অবস্থিত। ইহা ৩ তলা বিশিষ্ট একটি ভবন। এই ভবনের ১ম তলা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ২য় তলায় পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব, তথ্য ও সেবা কেন্দ্রসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এবং ৩য় তলায় ইউনিয়ন কৃষি অফিস, আনসার ভিডিপি অফিস ও অন্যান্য সরকারি অফিস রয়েছে। মান্দারী ইউনিয়নটি লক্ষ্মীপুর সদর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। এর পূর্বে দিঘলী ইউনিয়ন, পশ্চিমে লাহারকান্দী ইউনিয়ন, উত্তরে দত্তপাড়া ইউনিয়ন এবং দক্ষিণে তেওয়ারীগঞ্জ ইউনিয়ন অবস্থিত। এ ইউনিয়নের আয়তন ২১,৭১২বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ৪৮,০০০জন। এছাড়া এ ইউনিয়নে ০১টি কলেজ, ০২টি মাধ্যমিক বিদ্যালয়, ০৭টি মাদ্রাসা, ১২টি প্রাথমিক বিদ্যালয়, ০৪টি বাজার, ৭৪খানা মসজিদ, ০৫খানা মন্দির, ০৪টি কমিউনিটি সেন্টার রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS