Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

Image result for welcome gif images

 

মান্দারী লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তর ইউনিয়ন । যার ইউনিয়ন আয়তন ২১,৭১২বর্গ কিলোমিটার । বিভিন্ন ঐতিহ্যবান স্কুল, কলেজ,মাদ্রাসাও  মন্দির নিয়ে আজও সুনামের সহিত অত্র  ইউনিয়নটি হাটি-হাটি পা-পা করে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যাচ্ছে ।

বিপুল গ্রামের সমাগমে মান্দারী ইউনিয়ন পরিষদ।সাংগঠনিক কাঠামের দিক থেকে ৯টি ওয়ার্ডের ভিত্তিতে ভাগ করা হয়েছে।

মুসলমান, হিন্দু, বোদ্ধ সহ বিভিন্ন ধর্মের লোক এখানে বসবাস করছে । এই  ইউনিয়নের লোক সংখ্যা ৪৮,০০০জন ।  যেখানে পুরুষ রয়েছে ২৩,৮০০জন এবং মহিলা রয়েছে ২৪,২০০জন । এই ইউনিয়নটি  ভৌগলিক আবস্থানের দিক থেকে দক্ষিণ দিকে লাহারকান্দীইউনিয়ান,  উত্তর দিকে দত্তপাড়াইউনিয়ন, পশ্চিম দিকে বাঙ্গাখা ইউনিয়ন এবং পূবদিকে দিঘলীইউনিয়ন দ্বারা ব্যষ্টিত । অত্র ইউনিয়নের শিক্ষার হার- ৬২%, জন্ম নিবন্ধন-৯৫%, স্যানিটেশন- ১০০%, গ্রাম-০৮টি, মৌজা-৮টি, কলেজ-০১টি, মাধ্যমিক বিদ্যালয়-০২টি, মাদ্রাসা-০৭টি, প্রাথমিক বিদ্যালয়-১২টি, বাজার-০৪টি, মসজিদ-৭৪খানা, মন্দির-০৫খানা, কমিউনিটি সেন্টার-০৪টি।

এই ইউনিয়নের অধিকাংশ লোক কৃষি কাজের সাথে জড়িত । এছাড়া ও রয়েছে চাকুরিজীবি, প্রবাসী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার লোকজন ।